শেষ কবে যে দেখেছিলাম বাবা তোমার মুখ, কতদিন হল দেখিনি তোমায় ভাসছে জলে চোখ। চারিদিকে আজ কতজন দেখি তবুও শূণ্যতায় এ জীবন, তোমার চলে যাওয়ায় বাবা ভাবনায় এলোমেলো মন। দু'আ করি পরজগতে তুমি থেকো যেনো ভালো, পূর্ণতায় ভরে রাখুক প্রভু দিয়ে জান্নাতের আলো।